সনাতন ধমালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। পূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও পুলিশ বাহীনিম বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার রাতে বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় সনাতন ধমালম্বীদের সাথে তিনি মতবিনিময় করেন।
টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পূজা উদ্যাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু, সমীর সরকার সহ অন্যান্যরা। একই দিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদুচ্ছুর রহমান বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এ সময়পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপর দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক মনির মোল্লা, জেলা বিএনপি নেতা রাশেদুল ইসলাম টিটন, আমিনুল ইসলাম শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।