সনাতন ধমালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা কঠোর ভাবে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রশাসনের সহযোগীতায় বরিশালের গৌরনদী ৮২ টি ও আগৈরঝাড়া উপজেলায় ১৭১ টি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বিভিন্ন পূজা মন্ডপ নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমীন সুলতানা রাখী, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, আগৈলঝাড়া থানার নবাগত ওসি (তদন্ত) সুসভাঙ্কর সহ অন্যান্যরা পরিদর্শন করেন ।