লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে থানা এলাকা হতে আসামি আব্দুল মালেক (৩৭)কে গ্রেপ্তার করে পুলিশ।
সুত্র জানায়, জিআর মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেক (৩৭) পলাতক থাকায় পুলিশ সুপারের নির্দেশে লামা থানার ওসি মো.শামীম শেখ বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামি লামা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেরাখোলা গ্রামের বাসিন্দা মৃত দানু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো.শামীম শেখ বলেন,বৃহস্পতিবার দিবাগত রাতে আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার কোর্টে প্রেরণ করেছি।