শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক শিশুকে উদ্ধার ও অপহরনকারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় শ্রীমঙ্গল -হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অপহরনকারিকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, গত মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপুর এলাকা থেকে শিশুটিকে স্কুলে নিয়ে যাবার কথা বলে কৌশলে অপহরনকারি নাছিম খান অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এস আই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরনকারি নাছিম খানকে গ্রেফতার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আসামীকে শুক্রবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।