খুলনার কয়রায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মিজানুর রহমান ওরফে মিজান (৩৮) নামের এক গাজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) ভোর রাতে মিজানুর রহমানের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি হতে ৩০০ গ্রাম গাজা, ২.৫ কেজি হরিণের মাংস, নগদ ৪৩ হাজার ৪৮৭ টাকা, ৩ টি মোবাইল , ৪টি সিম কার্ড ও ৫টি মেমোরি কার্ড জব্দ করা হয়।
জানা যায়, আটকতৃত মাদক ব্যবসায়ী মিজানুর উত্তর বেদকাশীর বতুল বাজার এলাকার নূরুল হক সানা ছেলে। সে এর আগেও একাধিক বার গাঁজা ক্রয় বিক্রয় এর সময় আটক হয় । তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আল ইমরান বলেন, আটক মিজানুরের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর ৮টি মামলা রয়েছে।