মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৬ লাখ টাকা চাঁদা নিতে এসে ছাত্রদল নেতা হাতেনাতে গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৮:৪৯ PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পেঁয়াজ ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করে চাঁদা দাবির সময় বাবলু নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বাবলু জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ভগবাননগর গ্রামের মনছের আলীর ছেলে।

শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিব বলেন, রাতে ভাটই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণকে আটকে মারধর করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে বাবলু। সেনাবাহিনীর টহল দল সেখানে উপস্থিত হয়ে জিম্মি অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে এবং বাবলুকে আটক করে। পরে নারায়ণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাবলুকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, আহত নারায়ণের ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত