মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লোহাগড়ায় বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯:০০ PM
নড়াইলের লোহাগড়ায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, লোহাগড়ায় জিআর ওয়ারেন্টভূক্ত ৯জন, সিআর ওয়ারেন্টভূক্ত ১জন ও পুলিশ আইনের ৩৪ (৬) ধারা মূলে ৩ জন মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। জিআর মামলায় গ্রেফতাহলেন-লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের মো. দেলোয়ার শেখের ছেলে মো.আহম্মদ কেষ (৩৯),একই গ্রামের রুহোল শেখের ছেলে মটুক শেখ (৩২),একই গ্রামের বাচ্চুর ছেলে মনির (৪৩), চালিখাট গ্রামের কাছেদ মোল্যার ছেলে মো. হুমায়োন মোল্যা (৩৪), একই গ্রামের কাছেদ মোল্যার ছেলে ইউসুফ মোল্যা (৪৯), একই গ্রামের মিরাজ মোল্যার জামাই ও পুত্র বাশার (৪০),গন্ডব গ্রামের আছাদ ধনির ছেলে মাফুজার রহমান (৩৯), গিয়াস (৩৪), চালিখাট গ্রামের কাছেদ মোল্যার ছেলে বনি আমিন (৩৬)। সিআর ওয়ারেন্টভূক্ত উপজেলার কলাগাছি গ্রামের মোহাম্মদের ছেলে লাবলু মোল্যা (৩০)। একই সাথে পুলিশ আইনের ৩৪ (৬) ধারা মূলে গ্রেফতার উপজেলার চাচই পূর্বপাড়ার মোতাহার শেখের ছেলে মো.আকাশ (২২),বিপ্লব শেখ (৩০), চোরখালী গ্রামের মুঞ্জুর শেখের ছেলে সজল শেখ (২০)।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের তত্ত¡াবধানে এসআই মামুনুর রহমান, এসআই মো. ফিরোজ ইকবাল ও এসআই মো. খবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১০ অক্টোবর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন,আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত