মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নিজ দলের নেতার ‘বহিষ্কার’ চেয়ে বিএনপির কর্মীদের বিক্ষোভ
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯:১৩ PM
পটুয়াখালীর মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি পিন্টু ভদ্রের বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বের হয়ে থানা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৎস্য মার্কেটে গিয়ে প্রতিবাদ সভার মধ্যদিয়ে শেষ হয়।

মিছিলে ‘পিন্টুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘এই মুহূর্তে দরকার, পিন্টুর বহিষ্কার’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে আঁতাত করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যসহ নানা ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন শ্রমিক দলের ওই নেতা। গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলীয় পদ ব্যবহার করে তার বাহিনীর মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, দলখবাণিজ্য, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন।

অভিযোগের বিষয়ে জানতে মহিপুর থানা শ্রমিকদলের সভাপতি পিন্টু ভদ্রের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, মিছিল হলেই বহিষ্কার করা যায় না। তার বিষয়ে যে অভিযোগ করা হয়েছে সেগুলো নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করা হবে। সে অপরাধী প্রমাণিত হলে দল তার বিষয়ে সিদ্ধান্ত নিবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত