মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:১৩ PM আপডেট: ১২.১০.২০২৪ ৬:৩১ PM
নরসিংদী জেলা  জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার। 

আজ (শনিবার) দুপুরে নরসিংদী আন্ত: জেলা বাস টার্মিনাল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। 

জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার বলেন, দিনশেষে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে রাজনীতি সরকারের কাছে দায়িত্ব হস্তান্ত করতে হবে। গত ৫৩ বছরের দেশে কোন নিরপেক্ষ নির্বাচন হয়নি। রাজনীতি যদি স্বার্থের জন্য করা হয় তাইলে দেশ উন্নয়ন হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করার লক্ষ্যে সংস্কার প্রয়োজন। নিরপেক্ষভাবে সংস্কার করতে হবে। এ সভা থেকে অন্তর্বর্তী সরকারের কাছে তিনি দাবী জানান। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাকের পাটির সাধারন সম্পাদক ফয়ছাল আহম্মেদ সহ নরসিংদী জাকের পার্টি ও সহযোগী সংগঠন, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড প্রতিনিধিগন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত