শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা)।
আজ শনিবার বিকেলে তিনি কমলগঞ্জ যাবার পথে শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি পূজামণ্ডপের শৃঙ্খলা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও তিনি পুজামণ্ডপের আয়োজকদের সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। তিনি পুজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথেও কথা বলেন।
এ সময় মৌলভীবাজারের পুলিশ সুপারের সাথে ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম প্রমুখ।