সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ডোমারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:৪৫ PM
নীলফামারী ডোমারে বাড়ীর পার্শ্বে পুকুরের পানিতে ডুবে পিয়াস রায়(৫) পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  পিয়াস রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তর নয়ানী বাগডোকরা গ্রামের নতুন আশ্রম পাড়ার গৌতম রায় ও রুপালী রায় দম্পতির ছেলে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে বাবা মায়ের দৃষ্টির অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।  বাড়ীর বাইরে গৌতম রায় পুকুরের পানিতে ছেলেকে ভেসে থাকতে দেখে চিৎকার করে পুকুরে ঝাপ দিয়ে ছেলেকে পানি থেকে উদ্ধার করে। সে সময় প্রতিবেশীরা এসে দেখে ছেলেটি মারা গেছে। 

প্রতিবেশী মল্লিক রায় জানান, পূজার কারণে বাড়ির সবাই ব্যস্ত আছে। এরেই মধ্যে  শিশুটি দুপুরের কোন এক সময় পুকুরে পড়ে যায়। এবং শিশুটির বাবা অনুমান বেলা দুইটার সময় পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা পায়।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত