সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পূজামণ্ডপে ২৪ ঘন্টা সামাজিক দায়িত্ব পালন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:৪৮ PM
শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপসমূহের সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নিমিত্ত বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় একটি নিয়ন্ত্রন কক্ষ (কন্ট্রেল রুম) খোলা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সারা দেশের পুজামন্ডপের মনিটরিং রিপোট এই কট্রোলরুমে সরবরাহ করা হচ্ছে (কন্ট্রোল রুম এর যোগাযোগ নাম্বার:১০৯৮)।

মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী বাহিনি এই সামাজিক দায়িত্ব পালন করছে। এর মধ্যে সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১০৮৯টি অফিসের ১১,১২৮ জন দক্ষ ও প্রশিক্ষিত কর্মকর্তা ও কর্মচারীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয়,জেলা ও উপজেলার  কর্মকর্তা ও কর্মচারীরা ছারাও ৭০ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা স্বপ্রণদিত হয়ে পুজামন্ডবে দায়িত্ব পালন করছে।

সমাজসেবা অধিদপ্তর ছারাও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ),শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর কর্মকর্তা ও কর্মচারীরা এ  দায়িত্ব পালন করছে। 

দেশে মোট ৩২ হাজার পুজা মন্ডপে  ৪ অক্টোবর   থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর  কর্মকর্তা ও কর্মচারীরা এবং আগামীকাল ১৩ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকবে। প্রতিদিন সকল কর্মকর্তা/কর্মচারীকে পুজামন্ডপে  ৮ ঘণ্টা করে ৩ শিফটে রোষ্টার দায়িত্ব প্রদান করছে। এ ব্যপারে  মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া সকল কর্মকর্তা/কর্মচারীর (সনাতন ধর্মের কর্মকর্তা/কর্মচারী ব্যতীত) পুজাকালীন সময়ে ছুটি বাতিল করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত