সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
গলাচিপা বিএনপি নেতার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
গলাচিপা প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৮:৩৮ PM আপডেট: ১২.১০.২০২৪ ৮:৪১ PM
গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী সদস্য হাসান মামুন। শুক্রবার ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের  পূজামণ্ডপ  পরিদর্শন করেন। সরেজমিনে ঘুরে জানা যায়, শুক্রবার ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত গলাচিপা উপজেলার বিভিন্ন  ইউনিয়নের পূজামণ্ডপ  পরিদর্শন করেন। 

পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি সনাতন ধর্মের সকলের খোঁজ খবর নেন। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপ পরিদর্শনকালে হাসান মামুন বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব। ৫ দিন ব্যাপি দুর্গা উৎসব আমাদের নেতারা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। 

 এ সময় আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক,  উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবসহ গলাচিপা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত