মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
চাটখিলে ছাত্র শিবিরের সাবেক সাথী সমাবেশ
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯:০৪ PM
ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যেদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা শাখা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখার সাধারন সম্পাদক নুর হোসেন রিয়াজ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহি উদ্দিন হাসান এর সভাপতিত্বে আজ শনিবার বিকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ইসহাক খন্দকার।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,  ইসলামী ছাত্রশিবিরের উপর যতবেশি জুলুম নির্যাতন হয়েছে- তারা আদর্শ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে তত জনপ্রিয় হয়ে উঠেছে। ইসলামী ছাত্রশিবিরের নৈতিকতার মূল উৎস কুরআন এবং হাদিস। মূল আদর্শ হযরত মুহাম্মদ সা:। ইসলামী ছাত্রশিবিরের আচরন হবে মার্জিত সর্বোন্নত। এ ব্যাপারে কোনো ছাড় নেই। তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না। ছাত্রশিবির তার আদর্শ ও সাহস নিয়ে এগিয়ে যাবে কাঙ্ক্ষিত মঞ্জিলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মজলিশ শূরা সদস্য ও পৌরসভা আমির মাওলানা আক্তার হোসেন, উপজেলা জামায়েতের সহকারি সাধারন সম্পাদক হুমায়ন করিব সুমন, উপজেলা জামায়েতের কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক নেতা কামরুল হাসান রাশেদ, উপজেলা দক্ষিণ ছাত্র শিবির সভাপতি ইয়াছিন আরাফাত। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত