মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: পররাষ্ট্র উপদেষ্টা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯:০৮ PM আপডেট: ১২.১০.২০২৪ ৯:১৬ PM
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়ীক সম্প্রীতিতে বিশ্বাসী। কোন ধরনের বাধা, বিঘ্ন ও অপকর্ম ছাড়া যেন দুর্গাপূজা সম্পন্ন করা যায় সে জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এখন পর্যন্ত দুই একটা ছোট ছোট ঘটনা ছাড়া ভালো ভাবে পূজা সম্পূর্ণ হয়েছে। যে ছোট ঘটনা গুলো ঘটেছে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

শনিবার বিকেলে নরসিংদীর সেবা সংঘ পূজা মন্ডপ পরিদর্শনে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সবকিছু পরে পূজা উদযাপন ভালো ভাবেই সম্পন্ন করা হয়েছে। আর মাত্র একটি দিন বাকি রয়েছে বিসর্জনের সবাইকে সাবধান থাকতে হবে যেন ভালোভাবে বিসর্জন দেওয়া যায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক, নরসিংদী সেবা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরুজ শাহা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত