বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
লেবাননে সেপ্টেম্বর থেকে ইসরায়েলি হামলায় নিহত ১৬৪৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২:০৫ PM
লেবাননের উত্তরে দুটি এলাকায় এবং রাজধানীর দক্ষিণের একটি এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পৌঁছেছে এক হাজার ৬৪৫ জনে। 

রোববার (১৩ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের উত্তরে অবস্থিত মায়েসরাহ গ্রামে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। উত্তর লেবাননের বাতরুন শহরের কাছে দেইর বেলাতে দুইজন নিহত, চারজন আহত এবং এক অজ্ঞাত ব্যক্তির "শরীরের অঙ্গ" উদ্ধার করা হয়েছে।

এদিকে বৈরুতের দক্ষিণে বারজায় হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। 

ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ শহরেও আঘাত হানে, যেখানে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা এ হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ করছে বলেও জানায় মন্ত্রণালয়।

এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ২৫৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২ হাজারের বেশি লেবানিজ। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লাখের বেশি মানুষ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত