বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
মাটি চাপায় নারীসহ ৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২:১১ PM
ভারতের গুজরাটে নির্মাণাধীন একটি স্টেইনলেস স্টিল কারখানায় গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপায় নারীসহ ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ অক্টোবর) গুজরাটের মেহসানা জেলার কাদি শহরের কাছে এ ঘটান ঘটে। খবর এনডিটিভি
 
কাদি থানার পরিদর্শক প্রহলাদসিন ভাঘেলা বলেন, ‘ঘটনার সময় শ্রমিকেরা জাসলপুর গ্রামে একটি ট্যাংকের জন্য ১৬ ফুট গভীর গর্ত খুঁড়ছিলেন। ফায়ার সার্ভিস, পুলিশ এবং শ্রমিকদের দল মিলে প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। 

এরপর মাটির স্তূপ থেকে ৯টি মরদেহ বের করা হয়। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
 
পুলিশের ওই কর্মকর্তা আরও জানায়, নিহত শ্রমিকরা স্টিলিনক্স স্টেইনলেস প্রাইভেট লিমিটেডের সাইটে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। 
 
এদিকে মর্মান্তিক এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স পোস্টে তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত