শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকায় বৈদ্যুতিক খুটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
তার নাম রেজুয়ানুল হক (২৩)। সে সুনামগঞ্জের বিশম্বরপুর থানার দশগর এলাকার তাজুল ইসলামের ছেলে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, শনিবার দুপুর দেড়টায় সিন্দুরখান এলাকায় বৈদ্যুতিক খুটিতে কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
সাথে সাথে তাকে তার সহকর্মীরা শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, শ্রীমঙ্গল থানার এসআই নুরুজ্জামান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে শনিবার সন্ধ্যার পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।