আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি'-- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলায়মান আহমদ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করে।