মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
স্ত্রীর সঙ্গে গল্প করায় প্রতিবেশীকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১:৪২ PM
এবার স্ত্রীর সঙ্গে গল্প করার জেরে ৬৪ বছর বয়সী প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন পাশের ফ্লাটে থাকা থুলাসায়হ্ । স্থানীয় সময় শুক্রবার রাতে, ভারতের চেন্নাইয়ের থিরুভিকা নগরে ঘটনাটি ঘটেছে। 

শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

এদিকে প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। পুলিশের সূত্রে জানা যায়, প্রায়-ই মদ খেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন থুলাসায়হ্। সাংসারিক কলহে বাড়ি ছাড়ার কথা ভেবেছিলেন স্ত্রী।

প্রতিবেশী বেঙ্কটস্বামী তাকে সান্ত্বনা দেন। সংসার ছাড়তে নিষেধ করেছিলেন। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সেটাই সন্দেহের চোখে দেখতেন অভিযুক্ত স্বামী। শুক্রবার বাড়ি ফেরার সময় বৃদ্ধ দেখেন তিনি নিষেধ করা সত্ত্বেও স্ত্রী আবার ওই প্রতিবেশীর সঙ্গে বসে কথাবার্তা বলছেন। এরপর-ই শুরু হয় ঝগড়া।

ওই তর্কবিতর্কের সময় একটি ছুরি নিয়ে বেঙ্কটস্বামীর ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়েন থুলাসায়হ্। ছুরি দিয়ে প্রতিবেশীকে ক্ষতবিক্ষত করেন তিনি। 

প্রতিবেশীরা বেঙ্কটস্বামীকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ৬৪ বছরের ওই বৃদ্ধের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত