মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ভূঞাপুরে ভাঙ্গুরীর দোকানে আগুন, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২:৫২ PM আপডেট: ১৩.১০.২০২৪ ৩:৪৯ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ভাঙ্গুরীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘর ও এর ভেতরে থাকা আলমারি, ফ্রিজ, তিনটি অটোভ্যান ও বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ৫ লক্ষ টাকার টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয়াপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে ফায়ার সার্ভিস কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে দোকানদারের অভিযোগ রাতের কোন এক সময় শত্রুতা করে কেউ আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানায়- আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে মানুষের চেঁচামেচি শুনে দৌড়ে আসি। এসে দেখি ভাঙ্গুরীর দোকানে আগুন দাউদাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী দোকানি শরীফ হোসেন বলেন, আমি বিভিন্ন ধরনের পুরাতন জিনিসপত্র কিনে ঘরে রাখি এবং অটোভ্যান চার্জ দিয়ে ভাড়া দেই। আমি প্রতিদিনের মত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। রবিবার দিবাগত রাত চারটার দিকে শুনতে পাই আমার দোকানে আগুন লেগেছে। 

পরে ফায়ার সার্ভিস কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে এসে দেখি ঘরের ভেতরে থাকা আলমারি, ফ্রিজ, তিনটি অটোভ্যান ও বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

দোকান ঘরের মালিক মোঃ আমিনুল ইসলাম আমিন বলেন- রাত সাড়ে তিনটার দিকে আমার ভাতিজার কাছে শুনতে পাই চিতুলীয়াপাড়া বাজারে থাকা আমার ২০ হাতের একটি দোকান ঘর ও ঘরের ভেতরে থাকা ভাড়াটিয়ার বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার টাকার মালামাল পুড়ে গেছে। তিনি আরো বলেন- কেউ হয়তো শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার স্বপন আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তাদের তথ্যমতে, প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়। তিনি আরো বলেন- যেহেতু ঘরের ভেতরে অটোভ্যান চার্জ দেয়া ছিল, তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হতে পারে বলে ধারণা করছি।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ একেএম রেজাউল করিম বলেন, চিতুলীয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা আপনার কাছ থেকে জানতে পারলাম। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত