আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যে লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে।র্যালি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌং এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সরকারি মাতামুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবদুল মোনায়েম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হিরু ও ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রমুখ।
দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে অবহিত করে এর মোকাবেলায় সর্তক থাকতে আলোআনা সভায় আহবান জানান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌং।