‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যাগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরাজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যাগ প্রশমন দিবস পালিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় ভান্ডারিয়া উপজলা পরিষদ চত্বরে উপজলা প্রশাসন ও উপজলা দুর্যাগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী ও ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড ঘটনায় বিচলিত না হয়ে কিভাব আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজলা নির্বাহী আফিসার ও প্রশাসক মোঃ ইয়াছিন আরাফাত রান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস এর স্টশন অফিসার মোঃ পারভেজ হাসন, বিশ্ব খাদ্য কর্মসূচি ভান্ডারিয়া উপজেলা প্রকশলী মোঃ নিজাম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদশ ভান্ডারিয়া এপির জুনিয়র প্রাগ্রাম আফিসার লাভলী খাতুন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-দলনেতা সজীব কুমার হালদার শাওন প্রমূখ।