বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ভাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে ডিআইজি
‘জনসাধারণের আতঙ্ক দূর করতেই কাজ করছে পুলিশ’
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৫:৩৫ PM আপডেট: ১৩.১০.২০২৪ ৫:৪০ PM
ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন। বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে তিনি বলেন , জনসাধারণের মধ্যে  আতঙ্ক  দূর করতেই পুলিশ কাজ করছে এবং পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে। জনগণের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

গতকাল শনিবার রাতে ভাঙ্গা  বাজারের কালিবাড়ি পূজামণ্ডপ ও বাজার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আরও বলেন, আমার কড়া নির্দেশনা রয়েছে পুলিশ কোনো আসামি ধরতে গিয়ে আসামীর স্বজনদের নিশ্চিত করতে হবে যে কাকে ধরে নিয়ে যাচ্ছে। অবশ্যই পুলিশকে পরিচয় দিতে হবে, প্রয়োজনে মোবাইল নম্বর দিয়ে আসতে হবে। যেন আসামির স্বজনরা বুঝতে পারেন পুলিশ ধরে নিয়ে গেছে বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী ধরেছে। সন্ত্রাস দমন করতে পুলিশকে আসামি ধরতেই হবে। তবে পরিচয় ছাড়া কোনো আসামি ধরা যাবে না। আসামির লোকজন যেন মনে না করেন যেন তাকে গুম করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি  হবে না এটা নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের মূল চেতনা হচ্ছে- আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দেশে যার যার ধর্ম সেই সেই পালন করবেন নির্বিঘ্নে।  সবাই ভাই ভাই হয়ে  চলাফেরা করবেন- এটাই আমাদের প্রত্যাশা। হিন্দুদের ধর্মীয় এই দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করার জন্য আপনাদের নিরাপত্তা দিতে প্রায় দেড় মাস ধরে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি












এ বিষয়ে ভাঙ্গা উপজেলার পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু জগদীশচন্দ্র মালো পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ভাঙ্গার হিন্দুরা কোনো দিন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজির মত পাইনি। এ বছর সার্বক্ষণিক পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা পেয়ে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পেরে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের পাশে পেয়ে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ সময়  উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সরোয়ার হোসেন,  পুলিশ সুপার এমএ জলিল। আরও  উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির  সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি  খন্দকার ইকবাল হোসেন সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওয়াদুদ মিয়া, যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, মিজানুর রহমান মুন্সী, ওসমান মুন্সী, পৌর বিএনপির বিটু মুনসী, উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সী, সাধারণ সম্পাদক সামাদ খন্দকার, পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সী, সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সী প্রমুখ।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত