বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সাকিবের পাশে দাঁড়িয়ে হাসির পাত্রী যে মডেল!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৬:০০ PM
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবি টানিয়ে জুতাপেটা করেছে একদল শিক্ষার্থী। একইসঙ্গে স্টেডিয়াম এলাকায় সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন তারা।
 শ্রাবণ্য তৌহিদা

শ্রাবণ্য তৌহিদা

সাকিবের বিপক্ষে শিক্ষার্থীদের এমন অবস্থান মোটেও ভালোভাবে দেখছেন না দেশের উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা।
 শ্রাবণ্য তৌহিদা

শ্রাবণ্য তৌহিদা

গতকাল (১২ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে সাকিবের ছবিতে জুতাপেটা করে অসম্মানের ঘটনায় ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘আমি যখন বাংলাদেশে এমন ধরণের মানুষদের দেখি, তখন খুবই দুঃখ পাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, আপনাদের কী এতটুকু বুদ্ধি আছে? সে (সাকিব) কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি?’
 শ্রাবণ্য তৌহিদা

শ্রাবণ্য তৌহিদা


 
 শ্রাবণ্য তৌহিদা

শ্রাবণ্য তৌহিদা

শ্রাবণ্যর সেই স্ট্যাটাসটি নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রায় আট হাজার রিঅ্যাকশন আসে পোস্টটিতে। তবে এই তারকার জন্য দুঃখের বিষয় হলো, হাহা রিঅ্যাকশনই সেখানে বেশি। অর্থাৎ সাকিব আল হাসানের পাশে দাঁড়ানোয় শ্রাবণ্যকে হাসির পাত্রী হিসেবে দেখছে বেশিরভাগ নেটিজেন। অনেকে মন্তব্যও করেছেন সেই পোস্টে। যার মধ্যে কেউ কেউ সাকিবের পক্ষ নিলেও বেশিরভাগ মন্তব্যই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষে!

 শ্রাবণ্য তৌহিদা

শ্রাবণ্য তৌহিদা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি তিনি খেলতে চাইছেন দেশের মাটিতে। তবে তার এমন আকুতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। প্রতিবাদ হিসেবে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন তারা।
 শ্রাবণ্য তৌহিদা

শ্রাবণ্য তৌহিদা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উপস্থাপিকা   মডেল   অভিনেত্রী   শ্রাবণ্য তৌহিদা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত