হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় কাহালুর প্রাযাত জমিদার কালিপদ মজুদার বাড়ী কেন্দ্রী সনাতন সংঘের পূজা মন্ডপ পরিদর্শনে আসেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এসময় তিনি সনাতন সংঘের সভাপতি ভুপেন্দ্র নাথ পাল, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাখ সরকার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলার শাখার সভাপতি অঞ্জন কুমার প্রামানিক, সাধারণ সম্পাদক মহদেব মহন্ত, সহ পূজামন্ডপের আগত সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরির্দশনকালে তার সাথে ছিলেন, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নূর নবী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, নির্বাচন অফিসার সোহরাব হোসেন প্রমূখ।