মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
হলে ছাত্রলীগ কর্মীদের রুমে তল্লাশি, অতঃপর...
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:৩৪ PM আপডেট: ১৪.১০.২০২৪ ২:০৩ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মুক্তার এলাহী হলে তল্লাশি করে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (১৩ অক্টোবর) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হলের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রভোস্ট, সহকারী প্রক্টর, সাংবাদিক ও শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যবহৃত বিভিন্ন রুমে অভিযান চালানো হয়। এ সময় তৃতীয় তলার ৩০৫, ৩০৬ নম্বর রুম ও পঞ্চম তলার ৫০৩, ৫১১ নম্বর রুম থেকে দেশীয় রড, চাপাতি, ছুরি, দা, রামদা বেকিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্রগুলোর মধ্যে, প্লাস্টিক পাইপ ১৩টি, বড় রড ও অ্যাঙ্গেল ৫৮টি, ক্রিকেটের স্ট্যাম্প ১০টি, চাপাতি ১টি, চাইনিজ চাকু ১টি, মদের বোতল ১টি,, ১টি হেলমেটসহ ২৪টি রামদা পাওয়া যায়।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার জন্য ছাত্রলীগ এসব অস্ত্র হলে জমা করে রেখেছিল, আমরা চাই আর যেন এ ধরনের অস্ত্র এ হলে কোনোভাবে না ঢোকে। সে বিষয়ে হল প্রশাসনকে কড়া নজর রাখতে হবে।

হলটির প্রাধ্যক্ষ মো. কামরুজ্জামান জানান, হলে অবৈধ ছাত্রদের বের করে দেওয়া এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য এরইমধ্যে আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেওয়ার পর আমরা রোববার রাতে হলটিতে অভিযান চালাই। এ সময় ৭-৮টি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করি। এই রুমগুলোতে থাকতো ছাত্রলীগ নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থামাতেই এসব রুমগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রের মজুত করেছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত