মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৫০ বছর পর সাহারা মরুভূমিতে বন্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:৫৩ PM
দীর্ঘ ৫০ বছর পর সাহারা মরুভূমিতে বন্যার সৃষ্টি হয়েছে। দুই দিনের ভারী বৃষ্টিপাতের ফলে অর্ধশতাব্দী বছর পর এই মরুভূমিকে জলমগ্ন অবস্থায় দেখা যায়। 

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সম্পর্কিত গবেষণা সংস্থার (নাসা) স্যাটেলাইট থেকে এ ছবি ধারণ করা হয়। খবর দ্যা গার্ডিয়ান।

গার্ডিয়ান জানায়, উত্তর অফ্রিকার দেশ মরক্কোয় গত সেপ্টেম্বরে মাত্র দুই দিনে এত বৃষ্টিপাত হয়েছে যা তাদের সারাবছরের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি। এতো অতিরিক্ত বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে প্লাবন দেখা দিয়েছে। 

দেশটির রাজধানী রাবাত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণে তাগাউনি গ্রামে ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ১০০ মিলিমিটার (৩ দশমিক ৯ ইঞ্চি) এর বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  এমনকি একটি হৃদ যা গত ৫০ বছর ধরে শুকনো ছিল, সেটি পর্যন্ত পানিতে ভরে গেছে। এর প্রভাব থেকে বাদ যায়নি সাহারা মরুভূমিও।

নাসার স্যাটেলাইট চিত্রে দেখা যায়, জাগোরা ও টাটার মধ্যবর্তী ইরি ইরিকু হ্রদ প্রায় ৫০ বছর ধরে শুকনো ছিল। কিন্তু এই বন্যায় হৃদটি ভরাট হয়ে যাচ্ছে।

মরক্কোর আবহাওয়া সংস্থার একজন কর্মকর্তা হোসাইন ইউয়াবেব অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, "৩০ থেকে ৫০ বছর আগে আমাদের এত অল্প সময়ের এই পরিমাণ বৃষ্টি হয়েছিল।" 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত