মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
‘আগে মানুষ পুলিশের পরামর্শ শুনতো, এখন আইন অমান্য করে পুলিশকেই শাসায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১:২১ PM আপডেট: ১৫.১০.২০২৪ ১২:৩১ AM
মানুষ এখন আর পুলিশকে আগের মতো মূল্যায়ন করে না। ডিউটিতে এলে অন্যরকম একটা উৎকণ্ঠা কাজ করে। ভাঙা গ্লাসের দৃশ্য দেখলে এখনও সেই রাতের ভাঙচুরের ঘটনা মনে পড়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ভার আমাদের নিতে হচ্ছে। আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি পুলিশের ওপর আবার সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে। কারণ আমরা চাকরি করি মানুষের সেবা করার জন্য। মানুষের সঙ্গে যদি দূরত্ব না ঘোচে তাহলে আমাদের কাজ করা কঠিন হয়ে যাবে- এভাবেই আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছিলেন লালবাগ থানার কনস্টেবল ইছমত আলী।

কর্মস্থলে পুলিশের আতঙ্কের বিষয়ে তিনি বলেন, যখন শেখ হাসিনা সরকারের পদত্যাগের ঘোষণা এলো, তখন আমরা শুনতে পেলাম ঢাকার বেশ কিছু থানায় হামলা হয়েছে, পুলিশদের মেরে ফেলা হচ্ছে। পুলিশের ওপর হামলার খবর শুনে আমরা কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ি। থানার ভেতর সবাই সতর্ক অবস্থান নিই। সারা বিকাল অন্যরকম এক আতঙ্কে কেটেছে আমাদের। সন্ধ্যার পর খবর পাই থানার সামনে লোকজন জড়ো হচ্ছে। আনুমানিক রাত ৮টায় কমপক্ষে হাজারখানেক মানুষ থানায় ঢুকে হামলা চালায়।

সরেজমিন দেখা যায়, গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর বিক্ষুব্ধ ছাত্রজনতার ভাঙচুর করা লালবাগ থানার সংস্কার কাজ এখনও হয়নি। থানার ভাঙা কাঁচের দেয়ালে এখনও ক্ষত স্পষ্ট। নাম ফলক এখনও ছেঁড়া। দরজাটা পর্যন্ত সংস্কার হয়নি। ডিউটিরত পুলিশ সদস্যদের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে।

থানায় ক্ষয়ক্ষতির বিষয়ে কনস্টেবল ইসমত আলী বলেন, সেদিন থানার সামনে রাখা ৪টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। থানার দরজা, জানালা গ্লাস সহকারে যা ছিল, সবকিছু ভেঙে ফেলা হয়েছে। এ সময় আমি কোনোরকমে প্রাণ বাঁচিয়ে থানা থেকে পালিয়ে আসি। উত্তেজিত ছাত্রজনতা হামলা করে থানার ভেতরে ভাঙচুর চালায় এবং থানায় গচ্ছিত সব অস্ত্র লুট করে নিয়ে যায়।

লালবাগ থানার এক কর্মকর্তা বলেন, গত ৫ আগস্ট আমার চাকরি জীবনের সবচেয়ে ভীতিকর রাত ছিল। সেদিনের ট্রমা এখনও কাটেনি। আগে রাস্তায় বের হলে মানুষকে পরামর্শ দিলে শুনতো। কিন্তু এখন অনেকে আইন অমান্য করে উল্টো পুলিশকে শাসায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ সহনীয় আচরণ করি। আমরা তো ব্যক্তি শেখ হাসিনার চাকরি করিনি। গত ১৫ বছর আমরা একটা সরকারের অধীনে চাকরি করেছি। পুলিশ ও জনগণ একে অপরের বন্ধু। আমাদের প্রতি জনগণের কোনো বিদ্বেষ রাখা উচিত নয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত