বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
আরও ৫ মামলায় গ্রেফতার আ.লীগ নেতা রবিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১২:৪০ PM
উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হুদা তাকে গ্রেফতার দেখান।

মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে নতুন যে ৫টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেগুলো হলো- উত্তরা পূর্ব থানার হাউজবিল্ডিং মোড় এলাকার ব্যবসায়ী মো. জসিম (৩০) হত্যা মামলা, উত্তরা পশ্চিম থানাধীন আর কে টাওয়ারের সামনে মো. সাগর (১৯) হত্যা মামলা, উত্তর পশ্চিম থানাধীন রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে অহিদ মিয়া (২৭) হত্যা মামলা, উত্তরা বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও কালচারাল ডিপার্টমেন্টের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলা ও উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে জহিরুল ইসলাম শুভ (২৮) হত্যা মামলা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত