শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশের আয়োজনে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বরে এসব কর্মসুচি পালিত হয়।
হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারি আরমান খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক শিশুসহ সকলকে হাতধোয়ার কলাকৌশল দেখান এবং শিশুদের নিয়ে হাত ধোয়া কর্মসুচীতে অংশ নেন।
প্রসঙ্গত : বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধকরনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।