রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
খুলনার ৯ রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবিতে মানববন্ধ কর্মসূচী পালন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪:৪৯ PM
খুলন-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।  আজ মঙ্গলাবার দুপুর পৌনে ১২টায় খালিশপুর ক্রিসেন্ট গেট বিআইডিসি রোডে ক্রিসেন্ট কারখানা শাখার উদ্দোগে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিতে হয়।

খুলনা খালিপুরস্থ ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার ষ্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইষ্টার্ণ, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিল চালুর দাবিতে বেলা সাড়ে ১১টায় শ্রমিকরা ক্রিসেন্ট গেটে সমবেত হয়। পরে ক্রিসেন্ট জুট মিল কারখানা শাখার আয়োজনে বিআইডিসি রোডে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা মানববন্ধন কর্মসূচী পালন করে। 

এ কর্মসূচী চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট জুট মিল কারখানা শাখার সিনিয়ার সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন। 

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা গণ সংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, কেন্দ্রীয় পাটশ্রমিক দলের  সাংগঠনিক সম্পাদক শামসেদ আলম শমসের খুলনা মহানগর বিএনপি সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শেখ আল-আমিন, মহানগর বাসদেও সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, ইষ্টার্ণ জুট মিলের শ্রমিক নেতা অলিয়ার রহমান, ক্রিসেন্ট কারখানা শাখার  সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়ার সহ-সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যক্ষ মোঃ সেলিম, দপ্তর সম্পাদক সুমন খন্দকার ও শামীম আহম্মেদ। 

সমাবেশে বক্তরা বলেন, দীর্ঘ ৪ বছর রাষ্টায়ত্ব ২৬টি পাটকল বন্ধ হলেও এখনো পর্যন্ত খুলনার ৫টি জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে বিজেএমসির আওয়াধীন সকল পাটকল চালু সহ শ্রমিকদেও পাওয়া পরিশোধের জোর দাবি জানান।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত