মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঈশ্বরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৫:৩৪ PM
সবার জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে "স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ"।  

১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসন ও জনস্বাস্থ্যে প্রকৌশলীর আয়োজনে দিবসটি পালিত হয়। নিউ এরা ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রকৌশলী মো. জুয়েল আলী’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

এসময় উপস্থিত ছিলেন  নিউ এরা ফাউন্ডেশনের  পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব সিদ্দিক, সহকারী প্রোগ্রামার মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, হাত ধোয়া একটি জনসচেতনতা তৈরি উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচার মূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। 

বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত