শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ডোমারে মেয়াদ পর্যন্ত পদে থাকতে ইউপি সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৬:০৭ PM
নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত সদস্যগণ মেয়াদ পর্যন্ত ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্ব করতে মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টাকে ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি দিয়েছে।

মঙ্গলবার(১৫অক্টোবর) দুপুরে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা’র(বাইসস) আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা’র সভাপতি হাবিবুর রহমান বাবু,সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,ভোগডাবুড়ি ইউপি সদস্য আমিনার রহমান,সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা আক্তার মায়া,কেতকীবাড়ী ইউপি সদস্য আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।

বক্তরা তাদের বক্তব্যে বলেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি যে ইউপি সদস্যদের সদস্য পদ মেয়াদ পুর্তির আগে বিলুপ্ত করা হবে। আমরা এর প্রতিবাদ করছি। এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আমরা কোন দলীয় প্রতিকে নির্বাচন করি নাই। তাহলে কেন আমাদের পদ বিলুপ্ত করা হবে।

আমরা আমাদের পদে মেয়াদ পর্যন্ত থেকে জনগনের সেবা করতে চাই।পরিষদের বিভিন্ন সেবা সদস্যরা দিয়ে আসতেছে।তাই ইউনিয়নের নিদিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার অনুরোধ জানান সদস্যরা।
                                        
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত