শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ভাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে প্রাণ গেল স্বর্ণ ব্যবসায়ীর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৬:০৯ PM আপডেট: ১৫.১০.২০২৪ ৭:০৩ PM
ফরিদপুরের ভাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে উজ্জ্বল দাস (২৭) নামের এক  স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু  হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের সমীর দাসের পুত্র। পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে প্রকাশ, রোববার রাতে প্রতিমা বিসর্জন দিয়ে উজ্জ্বল বন্ধুদের নিয়ে মদ্যপান করে ছুটাছুটি ও অস্বাভাবিক আচরণ শুরু  করে। 

এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ধরে বাসায় নিয়ে যায়। সোমবার বিকেল থেকে উজ্জল ক্রমশ অসুস্থ্য বোধ করলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক তিনটার দিকে সে মারা যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোকছেদুর রহমান জানান, অতিরিক্ত মদ পানে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে । পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত