বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
‘প্রথমবারের মতো’ ক্যাটাগরি মেনে বিআরটিএর ১৭ কর্মকর্তার বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৬:৫৩ PM আপডেট: ১৫.১০.২০২৪ ৭:৫২ PM
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের দেশের বিভিন্ন বিআরটিএ সার্কেল ও বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপপরিচালক (প্রশাসন) রিপন কুমার সাহা সই করা পৃথক দুটি অফিস আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়। 
একটি অফিস আদেশে বলা হয়েছে, উপ–পরিচালক মো. রফিকুল ইসলামকে ঢাকা মেট্রো সার্কেল–১ থেকে বিভাগীয় অফিস বরিশালে বদলি করা হয়েছে। আর তৌহিদুল হোসেনকে চট্টগ্রাম মেট্রো সার্কেল-১ থেকে বিভাগীয় ময়মনসিংহে বদলি করা হয়েছে। আর একটি অফিস আদেশে একসঙ্গে ১৫ জন সহকারী পরিচালককে বিভিন্ন বিভাগীয় ও সার্কেল অফিসে বদলি করা হয়েছে। 

বিআরটিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এই প্রথমবার সঠিক নিয়মে বিআরটিএতে বদলি হয়েছে। 
তিনি বলেন, বিআরটিএতে ঢাকাসহ দেশের বিভিন্ন সার্কেল ও বিভাগীয় অফিসকে ক, খ, গ, ঘ ক্যাটাগরিতে ভাগ করা হয়। বদলির নিয়ম সাধারণত ক্যাটাগরি মেনে করার কথা। তবে সেটি বিআরটিএর ইতিহাসে কখনো মানা হয়নি। এত দিন কিছু কর্মকর্তা শুধু ‘ভালো’ জায়গাতেই সুবিধা নিয়েছিলেন। যারা ঢাকায় থাকতেন তাঁরা চট্টগ্রাম বদলি হতেন অথবা চট্টগ্রাম থেকে ঢাকা। তবে আজকের এই বদলিতে লটারি করে ক্যাটাগরি অনুযায়ী বদলি করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত