বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
বিচারপতিদের পদত্যাগ চেয়ে হাইকোর্টে ছাত্রদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১:২৮ PM আপডেট: ১৬.১০.২০২৪ ২:১৭ PM
বিতর্কিত ও আওয়ামীপন্থি বিচারকদের অপসারণের দাবিতে হাইকোর্ট চত্বরে বসে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পরপর হাইকোর্টের মাজার গেট দিয়ে মিছিল নিয়ে ভেতরে ঢোকেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা ‘দিয়েছি তো রক্ত- আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়- ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশ থেকে মিছিল নিয়ে মাজার গেটে আসেন শিক্ষার্থীরা। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরাও মাজার গেটে অবস্থান নেন। পরে তারা একযোগে ভেতরে প্রবেশ করেন।

শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারক’ উল্লেখ করে তাদের পদত্যাগ দাবিতে বুধবার বেলা ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত