ছাত্রজনতার আন্দোলনে গণহত্যা নিয়ে যাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই, তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘আগে বিচার, তারপর সমঝোতা। খুনিদের ক্ষমা নেই।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উদ্দেশে মাহফুজ আলম লেখেন, ‘যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই গণহত্যা নিয়ে, তাদের সাথে নো রিকন্সিলিয়েশন। আগে বিচার, তারপর সমঝোতা!’
‘মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত’ জানিয়ে মাহফুজ আলম লেখেন, খুনিদের ক্ষমা নাই। খুনিদের আদর্শের ফেরিওয়ালাদের ক্ষমা নাই।
‘নির্মূলের রাজনীতি আমরা করতে চাই নাই’ উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা লেখেন, ‘আমাদের রক্ত পান করতে যারা স্লোগান দিবে, রাজনীতি করবে- সেসকল মুজিববাদীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। দু’হাজার বা ততোর্ধ্ব শহিদের আত্মার শপথ, কোনো সুশীল বা গুন্ডা মুজিববাদীদের এ স্বদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়া হবে না। ফ্যাসিস্ট মুজিব হাসিনা, মুর্দাবাদ মুর্দাবাদ।’
প্রসঙ্গত, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তারা এ মিছিল করেন।
এ সময় মিছিলে থেকে আইনজীবীরা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।