বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
তিন কেজি চালের দামে এক কেজি বেগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৪:৪৪ PM আপডেট: ১৬.১০.২০২৪ ৯:২০ PM
তিন কেজি চালের দামে কিনতে হচ্ছে এক কেজি বেগুন। চড়া অন্যান্য সবজির দামও। বেশিরভাগ সবজিই কিনতে হচ্ছে গড়ে ১০০ টাকায়। উৎপাদন এলাকা ও রাজধানীর মধ্যে দামে খুব একটা পার্থক্য নেই। 

বন্যা ও অতি বৃষ্টির কারণেই পণ্য সংকটে দাম চড়া বলে দাবি বিক্রেতাদের। তবে ভোক্তা অধিদপ্তর বলছে, ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতার কারণে বাজার নিয়ন্ত্রণে আসছে না।

দেশের উত্তরাঞ্চলের সবজির উৎপাদন এলাকা বগুড়া। সেখানে গত রবিবার স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে মানভেদে ৯০ থেকে ১২০ টাকায়। এছাড়া প্রতি কেজি মরিচ ৩০০-৩২০ টাকা, পটলের কেজি ৮০ টাকা। 

একই চিত্র যশোরের বাজারেও। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। কাঁচামরিচের কেজি ৩৫০ টাকা, টমেটোর কেজি ২৫০ টাকা। বন্যাসহ বিভিন্ন কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম এত বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। 

রাজধানীর বাজারেও ভালোমানের একই বেগুন কিনতে হচ্ছে ১৮০ টাকায়। যেখানে এক কেজি মোটা চালের দাম ৫৫ টাকা। কাঁচামরিচ ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত