রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
জমির দখল নিতে গিয়ে মারধরে জামায়াত নেতার মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:৩৭ PM আপডেট: ১৭.১০.২০২৪ ৩:৩৫ PM
ডামুড্যায় জমিজমার বিরোধের জের ধরে এক জামায়াত নেতাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১৬ অক্টোবর) আহত অবস্থায় ভেদরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান। নিহত জামায়াত নেতা সিড্যা ইউনিয়নের নুরু বক্স মাঝির ছেলে সিরাজুল ইসলাম মাঝি (৫৫)। তিনি ওই ইউনিয়নের জামায়াতের বায়তুল মাল (অর্থ) সম্পাদক।

জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে অভিযুক্ত শরীফ মাঝির পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শরীফ মাঝির পরিবার সিরাজুল ইসলাম মাঝির জমি জোরপূর্বক দখলে নিয়ে বেড়া দিয়ে রেখেছিলেন। সরকার পতনের পর সেই জমি স্থানীয় সালিশের মাধ্যমে মেপে বুঝে নেন সিরাজুল।

বুধবার সকালে তিনি জমির দখল নিয়ে বেড়া খুলতে গেলে শরিফ মাঝি সিরাজুল ও তার স্ত্রীকে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে জামায়াত নেতা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আসামি করে ডামুড্যা থানায় মামলা করা হয়েছে। দোষী ব্যক্তির দ্রুত বিচার দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল নিহত সিরাজুল ইসলাম মাঝি ও শরীফ মাঝির পরিবারের। সকালে সেই জমিতে কাজ করতে গেলে সিরাজুল ইসলাম মাঝিকে ধাক্কা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত