শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
বেবিবাম্প দেখিয়ে চমকে দিলেন রাধিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:৪৫ PM
চলচ্চিত্রজগৎ থেকে হঠাৎ একদম উধাও হয়ে গেছেন বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী রাধিকা আপ্তে। 

বেশ কিছুদিন তার কোনো খবর পাওয়া যায়নি। তবে এবার তার উধাও হওয়ার কারণ জানা গেল। মা হতে চলেছেন এই তারকা। এক সিনেমার অনুষ্ঠানে নিজের ‘বেবি বাম্প’প্রদর্শন করেছেন রাধিকা।

২০১২ সালে রাধিকা ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেছিলেন। রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না।

রাধিকা এখন তার জীবনের এই স্পেশ্যাল সময়কে উপভোগ করছেন। খুশি মনে জানালেন, খুব শিগগিরই মা হতে চলেছেন। তবে এত দিন এ বিষয়ে ঘুণাক্ষরেও টের পেতে দেননি তিনি। নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথমে গোপন রেখেছিলেন রাধিকা। বেবি বাম্প প্রকাশ্যে এনে তিনি সবাইকে চমকে দিয়েছেন। লন্ডন চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কালো রঙের অফ-শোল্ডার বডিকন পোশাক পরে এসেছিলেন রাধিকা। তার এই পোশাকে বেবি বাম্প স্পষ্ট ছিল।

এই অভিনেত্রী তার ছবি ‘সিস্টার মিডনাইট’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন। রাধিকার মা হতে যাওয়ার খবরে নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে। তার এই সারপ্রাইজ ভক্তরা দারুণ পছন্দ করছেন। নেট জনতারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেক নেটিজেন তার সৌন্দর্যের প্রশংসা করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত