রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
স্বামীর সন্ধানে আসা প্রবাসী নারীকে শরবত খাইয়ে গণধ'র্ষণ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:৫২ PM আপডেট: ১৭.১০.২০২৪ ১১:০৪ PM
স্বামীর সন্ধান পেতে কুষ্টিয়া সদর উপজেলা থেকে নাটোরের লালপুরে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন (২৬) বছর বয়সী এক প্রবাসী নারী। 

উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) রাতেই লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। তিনি কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার হওয়া ওই নারী সৌদি আরব প্রবাসী ছিলেন। সৌদি আরব থাকাকালীন সময় মোবাইল ফোনের মাধ্যমে লালপুরের শান্ত নামের এক যুবককে বিয়ে করেন তিনি। দেশে ফিরে স্বামী শান্তর খোঁজে মঙ্গলবার লালপুর থানায় আসেন তিনি। 

থানায় স্বামীর সন্ধান না পেলে থানায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে তার স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে থানা থেকে সন্ধ্যায় ভ্যানযোগে লালপুর সদরে ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে তাকে শরবত ও ফুচকা খাওয়ায়। কিছুক্ষণ পর অজ্ঞাত ওই যুবক আরও ৩ বন্ধুকে নিয়ে এসে ভ্যানযোগে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়ার রাস্তায় নিয়ে যান। 

পরে রাতভর সেখানে একটি আমবাগানে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন তারা। পরে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে পালিয়ে যান তারা। বুধবার সকালে অসুস্থ অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন জানান, গতকাল বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে তিনি স্বেচ্ছায় ছুটি নিয়ে চলে যান।’

লালপুর থানার (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত