চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম।
আজ শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হওয়ার পর এই ঘটনা ঘটে। পরে তাকে থানা হেফাজতে দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, চলতি মাসে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আজ পরীক্ষা দিতে আসেন ছাত্রলীগের এ নেতা। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা হলের সামনে জড়ো হয়ে আলিমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রক্টরিয়াল বডি আলিমকে পরীক্ষার হল থেকে নিয়ে আসে। এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগ নেতা।
শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময় ক্যাম্পাসে এই নেতা প্রভাব বিস্তার করেছে। এবং ছাত্র আন্দোলনে আলিম সরাসরি বিরোধিতা করেছেন। এছাড়াও আবাসিক হলের সিট বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলো সে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমি জানতে পারার সঙ্গে সঙ্গেই তার ওপর যাতে মব জাস্টিস নাহয় সেটাকে গুরুত্ব দিয়ে তাকে থানায় সোপর্দ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক ছাত্রলীগ নেতাকে আমাদের কাছে নিয়ে আসে। আমরা গ্রহণ করেছি। আমাদের ডেটাবেইসে যদি তার নামে কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।