মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গুরুদাসপুরে তুলসী নদী বাঁচাতে মানববন্ধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:৪৫ PM
নাটোরের গুরুদাসপুরের সোনাবাজু-পাটপাড়া এলাকা দিয়ে প্রবাহিত তুলসী নদী কচুরিপানায় ভরাট থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫ টায় ওই কচুরিপানা অপসারণসহ নদী বাঁচাতে পাটপাড়া বাজার এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। 

জানা যায়, একসময় তুলসী নদী ছিলো এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম। এ নদী এলাকায় মাছের চাহিদা মিটিয়ে জীববৈচিত্র্য রক্ষায় ভুমিকা রাখতো। সেই নদী এখন নাব্যতা হারিয়ে কচুরিপানা জমে অস্তিত্ব সংকটে পড়েছে।

স্থানীয় সমাজ কল্যায় যুব সংঘ আয়োজনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল ওহাব, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, এমদাদুল হক, নিখিল চন্দ্র প্রমুখ। এসময় দ্রুত কচুরিপানা অপসারনে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, কচুরিপানা যদি মুল সমস্যা হয় সেক্ষেত্রে উপজেলা প্রশাসন তা অপসারনে দ্রুত ব্যবস্থা নেবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত