গতকাল শনিবার বিকেলে দেশের অনলাইন মার্কেট প্লেসের জনপ্রিয় টি শার্ট ব্র্যান্ড তাহামস এর প্রথম শো-রুম উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর আদাবরের সাহাবুদ্দিন প্লাজার ৩য় তলায় আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন এ শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে পুরো মাস জুড়ে ১৯% ছাড়ে যে কোন টি শার্ট কেনা যাবে।
কম্পিউটার প্রকৌশলী ও আলোকচিত্রী আশিক আহমেদ, সহধর্মিণী ইশরাত সুলতানা তোহফাকে সঙ্গে নিয়ে আরো কয়েকজন বন্ধু মিলে তাহামস ব্র্যান্ড নেম দিয়ে ২০২০ সালে অনলাইন মার্কেট প্লেসে টি শার্ট বিক্রি শুরু করে জনপ্রিয়তা পান।
আউটলেটের উদ্বোধন প্রসঙ্গে আশিক আহমেদ বলেন,“তারুণ্যের প্রতীক টি শার্টকে আমরা আরো জনপ্রিয় করে তুলতে চাই, আমাদের কাছে মিলবে যে কোন সাইজের, নান্দনিক এবং কাস্টমাইজড ডিজাইনের টি শার্ট”।