বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলো শিক্ষার্থী ও অভিভাবকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১২:০৭ PM আপডেট: ২২.১০.২০২৪ ৩:২৪ PM
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার সল্লা এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি করে তারা।

এতে স্থানীয় প্রায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা অংশ নেয়। প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ করে রাখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।

অবরোধের কারণে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, মহাসড়কের এই স্থানটিতে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও নেয়া হয় না কোনো ব্যবস্থা। দ্বিতীয় দফায় মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সল্লা এলাকায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে বার বার লিখিতভাবে আন্ডারপাস করার দাবি জানিয়ে আসলেও তা আমলে নেয়নি তারা। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন অভিভাবকরাও।

দাবি আদায় না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
 
পরে প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর সড়ক থেকে সরে যায় শিক্ষার্থী ও অভিভাবকরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত