বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
নড়াইলে অবহিতকরণ সভা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:৩১ PM
জেলা পর্যায়ে “এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪”সম্পর্কে নড়াইলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে এইচপিভি টিকাদান বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কুমার। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা:আব্দুর রশিদ,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,খুলনা ইউনিসেফ চাইল্ড প্রটেকশন অফিসার মুমিনুন-নেছা শিখা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-এইচপিভি কিভাবে জরায়ুমুখ ক্যান্সারের সংক্রমণ ঘটায় এবং তা থেকে বাঁচাতে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরের দশ থেকে চৌদ্দ বছরের সকল কিশোরীকে ২৪অক্টোবর থেকে মাসব্যাপী এইচপিভি টিকা দিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।

এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে টিকা কেন্দ্রে যাওয়ার সম্পূর্ণ পদ্ধতির ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সভায় গালর্স গাইড,বাংলাদেশ স্কাউট,শিক্ষকবৃন্দ ও সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত