শেরপুরের নালিতাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যায় বিভিন্ন রোগাক্রান্ত প্রায় ২ হাজার নারী-পুরুষ ও শিশু রোগীর মাঝে ব্যবস্থা পত্রসহ বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ছাইচাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলার সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব এ,কে,এম মাহবুবুর রহমান রিটন, ব্যবসায়ী নুর আলম, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্যব্যাক্তিবর্গ প্রমুখ।
স্পন্দন সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে মেডিকেল ক্যাম্পে ডাঃ এনামুল হক দিনারের নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা: আইরিন জামান ডা: প্রাণ আশরাফ, ডা: মো: আলী বিন সোলাইমান, ডা: মো: শাওন হোসেন ও ডা: মো: আশরাফুর রহমান রনি প্রমুখ।
এসময় বন্যাদুর্গত এলাকার চিকিৎসা সেবা গ্রহিতারা ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ পেয়ে এনাম মেডিকেল কলেজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানান ।