বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
আ.লীগ নেতার জামিন
কক্সবাজারে আদালত ঘেরাও করে বিচারক প্রত্যাহারের দাবি
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:২৩ PM
ছাত্র-জনতার ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন, স্বৈরাচারের দোসর ও ছাত্র হত্যাকারী আওয়ামী লীগ নেতাদের জামিন প্রদানের প্রতিবাদে এবং অভিযুক্ত বিচারকদের দ্রুত প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে আদালত ঘেরাও এবং ছাত্র-জনতার গণজমায়েত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার ব্যানারে বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার আদালত চত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার নেতারা অবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। আদালত ঘেরাও চলাকালে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। এ সময় সমন্বয়করা বক্তব্য রাখেন। একই এসব কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আইনজীবীরাও।

তারা বলেন, এখনো শহীদ ছাত্র-জনতার রক্তের দাগ শুকায়নি। কিন্তু আপনারা বিএনপি-জামায়াতের আইনজীবীরা স্বৈরাচারের দোসর খুনি-হামলাকারীদের জামিন করাচ্ছেন। এই বেঈমানী ছাত্ররা মেনে নেবে না। একইসঙ্গে খুনি ও দোসরদের জামিন মঞ্জুরকারী বিচারকদের ক্ষমা করা হবে না। তাদেরকে অতিশিগগিরই অপসারণ করতে হবে।

গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক সাহিদুল ওযাহিদ সাহেদ, রবিউল হোসেন, তাজদিজুর রেজা, জোনায়েদ হোসেন, সাগর ইসলাম, জিনিয়া শারমিন রিয়া, একরামুল হক, নবী জালাল ও রিযাদ মনি।

আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. রমিজ আহমেদ, অ্যাড. তাহের সিকদার, অ্যাড. আবু সিদ্দিক ওসমানি, অ্যাড. মোহাম্মদ ইউনুস, আবিদুর রহমান, সম্যক দৃষ্টি বড়ুয়া, ইসমাইল হোসেন, ফয়সাল মোশাররফ ও মিজান ভুট্টো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত