শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
মোহাম্মদপুর থেকে চার ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৬:৪৪ PM
রাজধানীর মোহাম্মাদপুর থানার বসিলা ব্রিজ এলাকায় একটি শিল্পপ্রতিষ্ঠানের ডেলিভারির পিকআপভ্যানে অস্ত্র ঠেকিয়ে ৬ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করে পানানোর সময় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন- দলনেতা মো. মাইনুদ্দিন (২০), মো. মেহেদী হাসান মিরাজ (২৭), মো. আরমান (২০) ও মো. আকাশ আহম্মেদ (১৯)।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাই, চাপাতি, মোবাইল ও একটি সিএনজি (ঢাকা-থ-১১-১২৫৭)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, ২৩ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর বসিলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি শিল্পপ্রতিষ্ঠানের ডেলিভারির পিকআপভ্যানে অস্ত্র ঠেকিয়ে ৬ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করেছে। এ সময় র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হলে ছিনতাইকারী পালানোর চেষ্টা করে। পালানোর সময় সংঘবদ্ধ ছিনতাই চক্রের দলনেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাই, চাপাতি, মোবাইল ফোন ও একটি সিএনজি (ঢাকা-থ-১১-১২৫৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করে।

শিহাব করিম আরও জানান, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত